রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৩১, ৯ জুলাই ২০২১

রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটকে অক্সিজেন সিলিন্ডার প্রদান

রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটকে অক্সিজেন সিলিন্ডার প্রদান

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটকে কোভিড-১৯ রোগীদের জরুরী সেবায় ব্যবহার করার জন্য ৫টি অক্সিজেন সিলিন্ডার ও ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) জাতীয় সদর দপ্তর।

গত বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) জাতীয় সদর দপ্তর থেকে প্রদানকৃত অক্সিজেন সিলিন্ডার  ও অক্সিজেন কনসেন্ট্রেটর রাঙামাটি রেড ক্রিসেন্ট কার্যালয়ে এসে পৌঁছে। 

রেড ক্রিসেন্ট রাঙামাটি সেক্রেটারি মাহফুজুর জানান, রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) জাতীয় সদর দপ্তর থেকে এই মহামারীতে এই জেলার মানুষের সেবাই ৫টি অক্সিজেন সিলিন্ডার ও ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছে।

রাঙামাটি সদরে সেবা প্রদানের জন্য ইতোমধ্যে আমাদের ১০ সদস্যের কুইক রেসপন্স টিম প্রস্তুত করা হয়েছে। অতি দ্রুত আমরা সেবা প্রদানের জন্য নাম্বার সহ যোগাযোগের মাধ্যম রাঙামাটিবাসীকে জানিয়ে দেওয়া হবে জানান তিনি।

আলোকিত রাঙামাটি