রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৫৪, ১২ জুলাই ২০২১

লংগদুতে আশ্রয়ণ প্রকল্পের ৪ নারী করোনা পজিটিভ

লংগদুতে আশ্রয়ণ প্রকল্পের ৪ নারী করোনা পজিটিভ

।। লংগদু প্রতিনিধি ।। রাঙামাটির লংগদুতে বাড়ছে করোনার প্রকোপ। এবার উপজেলার কালাপাকুজ্জার ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ৪ নারী করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে গত এক সপ্তহের ব্যবধানে ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

গত রবিবার (১১ জুলাই) লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ৮ নারীর করোনার উপসর্গ দেখা দিলে লংগদু স্বাস্থ্য বিভাগে পরীক্ষা করতে আসেন। বিকালে স্বাস্থ্য বিভাগের এন্টিজেন হতে আসা রিপোর্টে ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

লংগদু উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ও করোনার ফোকাল পার্সন ডাঃ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

লংগদুতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন উপজেলা প্রশাসন, লংগদু থানা পুলিশ প্রশাসন উপজেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা মাইকিং, মাস্ক বিতরণ সহ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনগণকে সচেতন করে আসছেন। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়