রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৪৯, ১৩ জুলাই ২০২১

নানিয়ারচরে অবৈধ বালু উত্তোলন, ৩টি ড্রেজার মেশিন জব্দ

নানিয়ারচরে অবৈধ বালু উত্তোলন, ৩টি ড্রেজার মেশিন জব্দ

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- পার্বত্য জেলার রাঙামাটির নানিয়ারচরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং বালু উত্তোলনকারীরা প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে প্রতিনিয়ত করে চলেছে অবাধে বালু উত্তোলনের মহোৎসব। চলছে অবৈধ বালু উত্তোলনকারীদের দৌরাত্ম্য। এর ফলে মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, জলাভূমিতে আশ্রিত নানান জীববৈচিত্র্য ও মূল্যবান কৃষি জমি। একই সাথে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর।

উপজেলার পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনের অভিযানে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত ও জরিমানা রয়েছে অব্যাহত। তার ধারাবাহিকতায় নানিয়ারচরে প্রশাসনের চৌকশ অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহযোগিতায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বুড়িঘাট ইউনিয়নের নিচ পুলিপাড়া এলাকায় অভিযান চালায় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী। 

এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলণকারী পাইজাপ্রু মারমা ও মোঃ বাবু পালিয়ে গেলে উপজেলা প্রশাসন ৩টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করে প্রশাসনিক হেফাজতে রেখেছেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়