রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:০০, ১৩ জুলাই ২০২১

নানিয়ারচরে ৮০ পরিবারে মুখে হাসি ফুটালো সেনাবাহিনী

নানিয়ারচরে ৮০ পরিবারে মুখে হাসি ফুটালো সেনাবাহিনী
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। 

তারই ধারাবাহিকতায় রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে চলমান করোনা পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে কর্মহীন পাহাড়ি-বাঙ্গালী সকল সম্প্রদায়ের অসহায় ও দুস্থ ৮০টি পরিবারে মুখে হাসি ফুটালো সেনাবাহিনী। 

মঙ্গলবার (১৩ জুলাই) নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ বিতরণের শুভ উদ্বোধন করেন নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)। 

এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় অসহায় ও দুস্থদের পাশে সেনাবাহিনী সর্বাত্মক পাশে থাকবে, সবাই সকলের স্রষ্টার নিকট প্রার্থনা করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি এবং এই মহামারী থেকে যেন খুব তাড়াতাড়ি রক্ষা পাই।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়