রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:১১, ১৫ জুলাই ২০২১

লংগদুতে ২ ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

লংগদুতে ২ ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

লংগদু প্রতিনিধিঃ- রাঙামাটির লংগদু উপজেলার ২টি ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ও হতদরিদ্র পরিবারে ৫ শত টাকা করে প্রধানমন্ত্রীর উপহার ও পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে খাদ্য শস্য (চাল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) উপজেলার বগাচতর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৩১ জন কর্মহীন ও হতদরিদ্রকে ৫ শত টাকা হারে এবং ১২৫ জনকে ১ হাজার টাকা হারে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ প্রদান করা হয়েছে।

এছাড়া পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে ১২০ দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি হারে খাদ্য  শস্য (চাল) বিতরণ করা হয়।

বগাচতর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত থেকে নগদ অর্থ ও চাল বিতরণ করেন।

অপরদিকে ভাসান্যাদম ইউপি কার্যালয়ে ইউপি চেয়ারম্যান হযরত আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার উজ্জল কান্তি এর উপস্থিতে করোনা ভাইরাস মোকাবেলায় ক্ষতিগ্রস্ত ১৩০ জন কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি নগদ ৫ শত টাকা হারে প্রধানমন্ত্রীর উপহার নগদ টাকা বিতরণ করা হয়েছে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ