রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৩৯, ১৮ জুলাই ২০২১

কাপ্তাইয়ের ওয়াগ্গায় বাক প্রতিবন্ধী যুবক ১২ দিন ধরে নিখোঁজ

কাপ্তাইয়ের ওয়াগ্গায় বাক প্রতিবন্ধী যুবক ১২ দিন ধরে নিখোঁজ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- বাক ও বুদ্ধি প্রতিবন্ধী সুবিরন তঞ্চঙ্গ্যা (২৮) কে গত ১২ দিন ধরে পাওয়া যাচ্ছে না। সে কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের ছোট পাগলী পাড়ার বাসিন্দা দেবীচরন তনচংগ্যার পুত্র।

রোববার সুবিরনের পিতা জানান, গত ৭ জুলাই সকাল আনুমানিক ৮টায় তার ছোট ছেলে সুবিরন কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। ওইদিন সন্ধ্যা পর্যন্ত ছেলে ঘরে ফিরে না আসায় তারা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পাশনি। গত ১৪ জুলাই কাপ্তাই থানায় এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে বলে তিনি জানান। যার ডায়রি নং- ৫২২/২০২১।

ছোট পাগলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানোদয় তনচংগ্যা বলেন, নিখোঁজ সুবিরন তার এলাকার ছেলে। বিগত ৪ বছর আগেও সে একবার ঘর থেকে কাউকে না বলে বেরিয়ে গিয়েছিল। তখন ১২দিন পর তাকে কাউখালী উপজেলা বাজার এলাকা থেকে পাওয়া যায়। 

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন বলেন, ছেলেটি বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। তাকে গত ৭ জুলাই হতে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে তার বাবা দেবীচরন তনচংগ্যা গত ১৪ জুলাই কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়