রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৯:৪০, ২০ জুলাই ২০২১

বাঘাইছড়িতে জোড়া খুনের মামলায় জেএসএস (সন্তু)’র এক সন্ত্রাসী আটক

বাঘাইছড়িতে জোড়া খুনের মামলায় জেএসএস (সন্তু)’র এক সন্ত্রাসী আটক
 ছবি: আলোকিত রাঙ্গামাটি

নিজস্ব প্রতিবেদকঃ- রাঙামাটির বাঘাইছড়িতে আলোচিত জোড়া খুনের মামলার সন্দেহভাজন জেএসএস (সন্তু)’র এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আটককৃতর নাম রুপক চাকমা (৫০)। সে নানিয়ারচর উপজেলার মৃত নিল কুমার চাকমা’র ছেলে।

রবিবার সন্ধ্যা ৭টার সময় রাঙামাটি জেলা শহরের মানিকছড়ি এলাকা থেকে রুপক চাকমাকে আটক করে রাঙামাটি সদর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১১ আগস্ট বাঘাইছড়ি উপজেলা সদরের বাবুপাড়ায় ঘরে ডুকে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস (সংস্কার) পন্থী দলের ২ নেতা শতসিদ্ধি চাকমা ও এনো চাকমাকে গুলি করে হত্যা করে পাহাড়ের অপর আঞ্চলিক দল জেএসএস (সন্তু)’র সন্ত্রাসীরা। ওই ঘটনার সন্দেহভাজন আসামি হিসেবে রুপক চাকমাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার উপ-পরির্দশক ও জোড়া খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা সাইদ আসাদ বলেন, সেনাবাহিনীর সহযোগীতায় উক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

আলোকিত রাঙামাটি