রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২১:১০, ২৩ জুলাই ২০২১

লকডাউন বাস্তবায়নে রাজস্থলী সড়কে সেনাবাহিনী

লকডাউন বাস্তবায়নে রাজস্থলী সড়কে সেনাবাহিনী
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- পবিত্র ঈদুল আযহার পর সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় মাঠে রয়েছে সেনাবাহিনী। (২৩ জুলাই) শুক্রবার সকাল ৬ টা থেকে এলাকার বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পাশাপাশি পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়।

সেনাবাহিনীর সদস্যরা টহলের পাশাপাশি জনসচেতনতা মূলক মাইকিং করেন। উপজেলা সদর ও বাজার,বাঙালহালিয়া বাজার, ইসলামপুর বাজার বিনা প্রয়োজনে আসতে নিষেধ করা হচ্ছে। তাছাড়া কেনাকাটা করতে আসা জনগণ কে দুরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করা সহ দ্রুত প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য সকলকে জানান।

দেখা যায়, রাজস্থলী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আশরাফুল ইসলামের নেতৃত্বে লকডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে। এ সময় হ্যান্ড মাইক নিয়ে কোভিট- ১৯ মোকাবেলায় সরকারি নির্দেশনা মানতে সতর্কতা মূলক প্রচারণা চালানো হয়। জরুরী প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে শারীরিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে আহবান জানান সেনা সদস্যরা।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ