রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৫০, ২৪ জুলাই ২০২১

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায়

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায়

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাই উপজেলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর থেকে কঠোর হচ্ছে প্রশাসন।

তারই ধারাবাহিকতায় শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কাপ্তাইয়ের নতুন বাজার ও জেটিঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

এ সময় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৩টি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১টি সহ সর্বমোট ৪ টি মামলায় ১হাজার ৪শ' টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ রোধে ইউএনও মুনতাসির জাহান আবারও মাইকিংয়ের মাধ্যমে জনগণ কে সচেতন করেন।

আইন-শৃঙ্খলা বাহিনী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ এবং নতুন বাজার বনিক কল্যান সমিতির নেতৃবৃন্দ এ সময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আলোকিত রাঙামাটি