রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:০১, ২৬ জুলাই ২০২১

বাঘাইছড়িতে ৩০ টাকা কেজিতে ওএমএস’র চাল বিক্রি শুরু

বাঘাইছড়িতে ৩০ টাকা কেজিতে ওএমএস’র চাল বিক্রি শুরু

বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়িতে প্রতি কেজি ৩০ টাকা ধরে ওএমএস এর চাল বিক্রি শুরু করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এই ওএমএস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা রিতেন দেওয়ান উপস্থিত ছিলেন।

বাঘাইছড়ি পৌরসভার তিনটি পয়েন্ট বটতলী, মুসলিম ব্লক, মাদ্রাসা পাড়ায় নিবন্ধিত ৩ জন ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রতি দিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

৩০ টাকা করে মাথা পিছু পাঁচ কেজি করে দৈনিক ১,৫০০ কেজি চাল বিক্রি করতে পারবে একজন ডিলার।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই চাল বিক্রি কার্যক্রম চলবে।

আলোকিত রাঙামাটি