রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:১৪, ৫ আগস্ট ২০২১

শেখ কামালের জন্মবার্ষিকীতে কাপ্তাইয়ে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ

শেখ কামালের জন্মবার্ষিকীতে কাপ্তাইয়ে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন।

কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন।

আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু, থোয়াইসাপ্রু চৌধুরী রুবেল, অর্থ সম্পাদক বিজয় মারমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুর বেগম মিতাসহ স্বাস্থ্যবিধি মেনে ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

পরে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করা হয় এবং আলোচনার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়