রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৫৭, ৯ আগস্ট ২০২১

করোনার টিকা গ্রহণে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড়

করোনার টিকা গ্রহণে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড়
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

নানিয়ারচর প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচরে জনসাধারণের মাঝে টিকা গ্রহণের আগ্রহ বেড়েছে পাহাড়সম। উপজেলার ২৫ উর্ধ্ব যুবক, নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী সকলেই টিকার মেসেজ পেয়েও আবার না পেয়েও রেজিস্ট্রেশন করা মাত্রই রেজিস্ট্রেশনের কার্ড হাতেই ছুটে চলছে হাসপাতালের দিকে।

গত শনিবার গণটিকার পর দিন রবিবার হতে উপজেলায় টিকার ১ম ও ২য় ডোজ দিয়ে  শুরু হলে সোমবার সকাল হতেই প্রায় ৫ শতাধিক জনমানুষের সামাগম দেখা যায় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে।

এ সময় নারী বৃদ্ধ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ৯ আগস্ট (সোমবার) দুপুর ২টা অব্দি প্রায় ৪ শতাধিক এর উপরে টিকার ১ম ও ২য় ডোজ দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা।

তিনি আরো জানান, টিকা পাওয়ার দিন তারিখ গ্রহীতার নাম্বারে মেসেজ পেয়ে নির্দিষ্ট দিন না আসার কারনে ও অনেকে মেসেজ না পেয়েই চলে আসায় টিকা গ্রহণে ভিড় হচ্ছে। আগ্রহী জনসাধারণ যদি মেসেজ অনুসারে করে নির্দিষ্ট দিন টিকা গ্রহণ করতে আসেন তবে আমাদেরও সুবিধা হয় ভিড়ও কমে আসবে।

আলোকিত রাঙামাটি