রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২১:৩২, ১৭ আগস্ট ২০২১

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফুরোমন পাহাড়ে শত বৃক্ষরোপণ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফুরোমন পাহাড়ে শত বৃক্ষরোপণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটির সবচেয়ে উচু পাহাড় ‘ফুরোমন’ পাহাড়ে  শত বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের ফুরোমন পাহাড়ে শত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। 

রাঙামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত শত বৃক্ষরোপণ কর্মসূচী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সিভিল সার্জেন বিপাশ খীসা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা প্রমূখ।


উক্ত কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জন্মশতবার্ষিকী উপলক্ষে  রাঙামাটির সবচেয়ে বড় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের উচু পাহাড়ে শত বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। তিনি বলেন, বৃক্ষ রোপণের পাশাপাশি পর্যটন সম্ভাবনাময় এলাকা ফুরোমন পাহাড়কে দৃষ্টি নন্দন এলাকা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেয়া হবে হবে বলে জানান জেলা প্রশাসক। সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিবৃন্দ ফুরোমন পাহাড়ে ১শত বৃক্ষ রোপণ করেন।

আলোকিত রাঙামাটি