রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৪৫, ১৯ আগস্ট ২০২১

রাঙামাটিতে টিনের চাল কেটে গভীর রাতে দোকানে দুর্ধর্ষ চুরি

রাঙামাটিতে টিনের চাল কেটে গভীর রাতে দোকানে দুর্ধর্ষ চুরি
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- রাতের আঁধারে রাঙামাটি জেলা কারাগারের সামনে পার্টস মিউজিয়াম এন্ড সার্ভিসিং পয়েন্ট নামে একটি মোটর গাড়ি মেরামত ও পার্টসের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত আনুমানিক ৩টা হতে রাত সাড়ে ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে।

এ সময় চোরের দল দোকানের চালের টিন কেটে দোকানে থাকা সিসি ক্যামরার লাইন বিচ্ছিন্ন করে দোকান থেকে নগদ ৭০ হাজার টাকা, ১৯ ইঞ্চি সিসিটিভির একটি মনিটর, দোকানে থাকা পার্টসসহ আনুমানিক ৯৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

দোকানের মালিক নিপন বড়ুয়া জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। এর পর পরের দিন ন্যায় সকাল ৯টায় দোকান খুলে ভেতরে ঢুকলে দেখতে পান দোকানের মালামাল সব এলোমেলো পড়ে আছে এবং চালের উপরে টিন কাটা অবস্থায় রয়েছে।

তিনি আরো বলেন, গভীর রাতে কোন এক সময় চোরের দল দোকানের চালের টিন কেটে দোকানে থাকা সিসি ক্যামরার লাইন বিছিন্ন করে মোটর সাইকেল পার্টস ক্রয় করতে দোকানে থাকা ক্যাশবাক্সে থাকা ৭০ হাজার টাকা, ১৯ ইঞ্চি সিসিটিভির একটি মনিটর ও দোকানে থাকা মূল্যবান পার্টস চুরি করে নিয়ে যায়।

পরে সকালে এই বিষয়ে দোকানের মালিক নিপন বড়ুয়া রাঙামাটি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেনসহ তার ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়