রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৯:৩৩, ২৩ আগস্ট ২০২১

অস্ত্র-গোলাবারুদসহ আটক জেএসএস’র শীর্ষ সন্ত্রাসীকে থানায় হস্তান্তর

অস্ত্র-গোলাবারুদসহ আটক জেএসএস’র শীর্ষ সন্ত্রাসীকে থানায় হস্তান্তর
আটক  জেএসএস (সন্তু)’র শীর্ষ সন্ত্রাসী অমল কান্তি চাকমা। ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

রাঙামাটি সদরের জীবতলী ইউনিয়নে যৌথনিরাপত্তা বাহিনীর অভিযানে ১টি এসএমজি, ১টি পিস্তল, ২৫ রাউন্ড এসএমজি’র তাজা গুলি, ১০ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ১টি ওয়াকিটকি ও বিভিন্ন সরঞ্জামসহ আটক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস (সন্তু)’র শীর্ষ সন্ত্রাসী অমল কান্তি চাকমাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি পুলিশ সুপার (এসপি) মীর মোদ্দাছ্ছের হোসেন।

পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের জীবতলী ইউনিয়নের পানছড়ি পাড়ায় যৌথনিরাপত্তা বাহিনী অভিযানে নামে। এ সময় অভিযান চালিয়ে জেএসএস (সন্তু)’র সশস্ত্র সন্ত্রাসী অমল কান্তি চাকমাকে আটক করা হয়। পরে আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে রাঙামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তী আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক অমল কান্তি চাকমা’র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ