রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৬:৪৪, ২৪ আগস্ট ২০২১

নানিয়ারচরে একটি সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ

নানিয়ারচরে একটি সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- রাঙামাটির নানিয়ারচরের সাবেক্ষং ইউনিয়নের বরপুল পাড়ায় দুইটি গ্রামের মাঝে কাপ্তাই হ্রদের শাখা চেঙ্গী নদী বয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে আছে গ্রামের আশপাশের কয়েক হাজার মানুষ। তাই স্থানীয়রা মিলে তৈরি করে বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে তারা এখন পারাপার হতে হচ্ছে স্থানীয়দের।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, বাঁশের সাঁকোর দুই পাশের সংযোগ সড়কের মাটি ধসে গেছে। দুই তিনটি বাঁশ দিয়ে একটি সরু সাঁকো তৈরি করা হয়েছে। সাঁকো টি সরু হওয়ায় একজন করে পার হতে হয়। এতে এক পাশে কেউ সাঁকোতে উঠলে অপর পাশের লোকদের অপেক্ষা করতে হয়। তবে সাঁকো দিয়ে কোন রকমে লোকজন পারাপার হলেও বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা-ভ্যান নিয়ে কেউ চলাচল করতে পারছে না। 

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকাবাসীর উদ্যোগে দু-তিনটি বাঁশ দিয়ে একটি সরু সাঁকো তৈরি করে চলাচল করা হয় এই সাঁকো দিয়ে কোন রকমে লোকজন পার হতে পারলেও একটি সাইকেলও পারাপার করা যায় না। বয়স্ক, নারী, প্রতিবন্ধী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে খুবই ঝুঁকিপূর্ণ বলে জানায় তারা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়