রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:২১, ৩০ আগস্ট ২০২১

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদান

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদান

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির লংগদু উপজেলার বারবুনিয়া গুচ্ছগ্রাম, ভাইবোনছড়া এলাকায় দুঃস্থ পরিবার ও যুবকদের মাঝে ত্রাণ, খেলাধুলার সামগ্রী, শুকনো খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও লংগদু সেনা জোনের ব্যবস্থাপনায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।

সেনা জোনের সূত্র জানায়, এলাকায় ত্রাণ বিতরণের মাধ্যমে দুস্থ পরিবারের অসহায়ত্য অনেকাংশে হ্রাস পাবে এবং যুবকদের খেলাধুলার সামগ্রী বিতরণ এর মাধ্যমে যুবকদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বেড়েছে, যা দেশের যুব সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। সুরক্ষা সামগ্রী বিতরণ মানুষের মাঝে ব্যক্তিগত সুরক্ষা নিয়ে সতর্কতা তৈরিতে অবদান রেখেছে। 

লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে লংগদু সেনা জোনের অবদান অব্যাহত রয়েছে ।

আলোকিত রাঙামাটি