রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

জুরাছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪০, ৩০ আগস্ট ২০২১

জুরাছড়িতে কোভিড-১৯ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সহায়তা

জুরাছড়িতে কোভিড-১৯ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সহায়তা

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- জুরাছড়ি উপজেলায় করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকালে উপজেলা খাদ্য গুদামে ফটকে মৈদং ইউনিয়নের ৪ শত পরিবারের মাঝে ১০ কেজি হারে বিতরণ করা হয়।

ভিজিএফ কর্মসূচির আওতায় মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা সুবিধা ভোগীদের মাঝে তুলে দেন।

এ সময় টেক কর্মকর্তা মংলাটুন রাখাইন, মৈদং ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যগনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে ভিজিডি কর্মসূচির আওতায়আগস্ট মাসের মৈদং ইউনিয়নের আগস্ট মাসের ৩৩৭ পরিবার, জুরাছড়ি ৩৪৭ পরিবার, বনযোগীছড়া ৩৩৭ পরিবার এবং দুমদুম্যা ইউনিয়নের ৩৩৭ পরিবারকে ৩০ কেজি হারে ৪০.৭৪০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, সরকারের সুযোগ সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। 

আলোকিত রাঙামাটি

সর্বশেষ