রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ২২:৩৮, ১ সেপ্টেম্বর ২০২১

রাঙামাটিতে নৌযান মালিক শ্রমিকদের নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

রাঙামাটিতে নৌযান মালিক শ্রমিকদের নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 


রাঙামাটি পার্বত্য জেলায় আগত পর্যটক ও সর্বসাধারণের সার্বিক নৌ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই হ্রদে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে রাঙামাটিতে নৌ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নৌযান মালিক শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুন, নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, নৌযান মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম উপস্থিত ছিলেন।

আয়োজিত মতবিনিময় সভায় নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:-

নৌযানগুলোর ছাদে যাত্রী পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হল।
• কোনো ধরনের মাইক, লাউড স্পিকার, সাউন্ড সিস্টেম পরিবহন বিশেষ; করে ছাদে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হল।
• নৌযানে সিট সংখ্যার অধিক যাত্রী পরিবহন করা যাবে না; প্রত্যেক যাত্রীকে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করতে হবে।
• কাপ্তাই লেক দূষণমুক্ত রাখতে নৌযানগুলোতে পোর্টেবল ডাস্টবিন বাধ্যতামূলক রাখতে হবে এবং সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
• সন্ধ্যার পর নৌযানগুলোতে কোনো ধরনের পর্যটক পরিবহন করা যাবে না। বিশেষ প্রয়োজন ছাড়া কোনো ধরণের যাত্রী পরিবহন করা যাবে না।

আরো পড়ুন অবশেষে রাঙামাটির মূল শহরের সাথে যুক্ত হচ্ছে বিচ্ছিন্ন দুই দ্বীপ

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়