রাঙামাটি । সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১

ওমর ফারুক সুমন (বাঘাইছড়ি সংবাদদাতা):-

প্রকাশিত: ১১:২৪, ৬ সেপ্টেম্বর ২০২১

বাঘাইছড়িতে ৩ দিনের ব্যবধানে বজ্রপাতে আরো ১ জনের মৃত্যু

বাঘাইছড়িতে ৩ দিনের ব্যবধানে বজ্রপাতে আরো ১ জনের মৃত্যু
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

ওমর ফারুক সুমন (বাঘাইছড়ি সংবাদদাতা):- রাঙামাটির বাঘাইছড়ি বঙ্গলতলী ইউনিয়নের দুলুবনিয়া যৌথখামার এলাকায় বজ্রপাতে শেফালী চাকমা (৩০) নামে এক নারী মারা গেছেন। মৃত শেফালী চাকমা স্থানীয় স্রিতি জীবন চাকমার মেয়ে। এছাড়া গত তিনদিন পূর্বে একই এলাকার আয়শেন চাকমাও বজ্রপাতে মৃত্যু বরণ করেন।

বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানো জ্যোতি চাকমা বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯ টায় নিজ বাড়িতে বজ্রপাতের আঘাতে সে মৃত্যু বরণ করেন। তিন দিনের ব্যবধানে একই এলাকায় নিজের ঘরে বজ্রপাতে দুই জনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বজ্রপাত এখন জাতীয় দূর্যোগ। পাহাড়ের বড় বড় গাছ কেটে ফেলায় এখন বাড়িতেই বর্জ্রপাত হচ্ছে। এ লক্ষন মোটেই ভালো নয়, বজ্রপাত থেকে বাঁচাতে বেশী করে গাছ লাগাতে হবে। এছাড়াও তিনি বজ্রপােত মৃত ব্যক্তিদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তারও আশ্বাস প্রদান করেন।

 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়