রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৫:১৪, ৬ সেপ্টেম্বর ২০২১

লংগদুতে যৌথ অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ’র সন্ত্রাসী কমলধন চাকমা আটক

লংগদুতে যৌথ অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ’র সন্ত্রাসী কমলধন চাকমা আটক
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

নিজস্ব প্রতিবেদকঃ- পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দলের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটকৃতের নাম কমল ধন চাকমা (৪০)। সে উপজেলার লংগদু সদর ইউনিয়নের মধ্যম খাড়িকাটা এলাকার সুরেশ চাকমার ছেলে।

সূত্র জানায়, রবিবার (০৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লংগদু সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ সজীব হোসেন ও লংগদু থানার এসআই মহব্বত হোসেন সহ পুলিশ ও সেনা সদস্যের একটি টিম ধনপুদি বাজার এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। পরে সুগম চাকমার দোকানের সামনে থেকে কমল ধন চাকমাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে একটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, চারটি মোবাইল ফোন, নগদ দশ হাজার টাকা ও চাঁদা সংগ্রহের রশিদ বই জব্দ করা হয়।

আরো পড়ুন বাঘাইছড়িতে ৩ দিনের ব্যবধানে বজ্রপাতে আরো ১ জনের মৃত্যু

বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, আটককৃত কমল ধন চাকমা আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র শাখার সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ