রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:৪০, ৭ সেপ্টেম্বর ২০২১

রাজস্থলীতে পোনামাছ অবমুক্ত ও বিতরণ

রাজস্থলীতে পোনামাছ অবমুক্ত ও বিতরণ

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দুর করি প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নের বিভিন্ন পুকুর জলাশয় ক্রীক ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পোনা বিতরণ ও উপজেলা সদর পুকুরে পোনা অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর)সকাল ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তর মাধ্যমে উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দন, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ খান, মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক, সাংবাদিক চাউচিং মারমা, কারিতাস ম্যানজার সাধন চাকমা।

পোনা বিতরণকালে নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের জনগোষ্ঠিদের মাঝে বর্তমানে মাছ চাষে আগ্রহ বাড়ছে। পাহাড়ে মাছ চাষ সয়ংসম্পূর্ন বলা যায়। এ উপজেলায় এখন মাছ চাষে ঘাড়তি নেই বললেই চলে, বাঙ্গালীদের পাশাপাশি এখন পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের জনগোষ্ঠিদের মাঝে এখন মাছ চাষে আগ্রহ বাড়ছে। মাছ চাষে লোকসান নেই বললেই চলে। বেকার যুবক যুবতীরা মাছ চাষের উপর প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ করে সফল উদ্যোক্তা হতে পারে।
 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়