রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২১

নানিয়ারচরে প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত

নানিয়ারচরে প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- রাঙামাটি জেলার নানিয়ারচরে প্রাতিষ্ঠানিক পুকুর সমূহতে মাছের প্রায় (১১৭ কেজি) পোনা অবমুক্ত করা হয়েছে। 

এ সময় (১২-১৫) সে.মি আকারের রুই ৩০%, কাতলা ৩০%, মৃগেল ২৫ %, কালি বাউস ১৫% মাছের পোনা মোট ১৪টি প্রাতিষ্ঠানিক পুকুরের মালিকের কাছে অবমুক্তের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়। 

মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় (২০২১-২০২২) অর্থবছরে নানিয়ারচর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের পুকুর পাড়ে মাছের পোনা অবমুক্ত ও সুবিধাভোগীদের মাঝে এসব পোনা বিতরণ করা হয়।

এ সময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম। 

পরে নানিয়ারচর উপজেলা মৎস্য অধিদপ্তরের (এফ'এ) কৃতীরাজ খীসা ঝিনুকের তত্বাবধায়নে মাছের পোনা সমূহ সুবিধাভোগীদের প্রদান করা হয়। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হ্রদে বা পুকুরে প্লাস্টিক অথবা অন্যান্য বর্জ্যের কারণে মৎস্য সম্পদ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। মাছের ডিম নষ্ট হওয়া, প্রজনন বাধাগ্রস্ত হওয়া সহ অনেক সমস্যার কারন হয়। উপজেলার চেঙ্গী নদী সহ নিজেদের পুকুরের মধ্যে প্লাস্টিক জাতীয় বা অন্যান্য বর্জ্য কেউ যাতে না ফেলে সে জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।  প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে গেলে আমরা সবাই এর ক্ষতির মুখোমুখি হব।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়