রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২১

‘স্বাস্থ্য সেবার বাতিঘর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল’

‘স্বাস্থ্য সেবার বাতিঘর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল’

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- পার্বত্য অঞ্চলে স্বাস্থ্য সেবার বাতিঘর হিসাবে শত বছরের বেশী সময় ধরে কাজ করে আসছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল। এই হাসপাতালে গরীব, দুঃখীসহ নানা শ্রেণী পেশার মানুষ স্বল্পমূল্যে চিকিৎসা সেবা পেয়ে আসছে। এই হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের কর্মীরা প্রত্যন্ত অঞ্চলে মানুষকে স্বাস্থ্য সেবা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে নারী দলের সম্পাদকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী এসব কথা বলেন। কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এতে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএইচসি কর্মী মাচাং মারমা। কর্মশালায় কমিউনিটি হেলথ প্রোগামের নারী দলের সম্পাদক সহ ২৮ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়