রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:০০, ১৬ সেপ্টেম্বর ২০২১

বরকলে সংগঠন উন্নয়ন ও নথিপত্র ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

বরকলে সংগঠন উন্নয়ন ও নথিপত্র ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- ‘বন বাঁচলে থাকবে পানি’ এ শ্লোগানে সিএইচটি ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট এক্টিভিটির সংগঠন উন্নয়ন ও নথিপত্র ব্যবস্থাপনা বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙামাটি জেলা পরিষদের আয়োজন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা।

বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমার সভাপতিত্বে সভায় মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, সিএইটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, এসআইডি সিএিচটি ইউএনডিপি প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটর ধীমান ত্রিপুরা, সিএইচটিডব্লিউসিএ প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের উদ্বোধন করতে গিয়ে রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পার্বত্য অঞ্চলও ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি মোকাবেলায় পার্বত্য অঞ্চলের পাড়া বনগুলো টিকিয়ে রাখতে হবে। পাড়া বনগুলো যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে ছড়াও ঝিড়িতে পানির কোন অভাব থাকবে না। পাড়া বনগুলো যদি টিকিয়ে রাখা যায় আগামী প্রজন্মকে পানির অভাবে ভুগতে হবে না।

তিনি বলেন, বিদেশি দাতাগুলো পার্বত্য অঞ্চলের পাড়া বন সৃষ্টিতে পাড়ার লোকজনকে দক্ষতা বৃদ্ধি করতে আর্থিক সহযোগিতা প্রদান করছে। আগামীতে হয়তো এ সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে। তাই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে পাড়া বন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

প্রশিক্ষণে বরকল উপজেলার ৯টি পাড়া বন ভিসিএফ এর ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।

আলোকিত রাঙামাটি