রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:২৪, ১৬ সেপ্টেম্বর ২০২১

বাঘাইছড়িতে ছাত্র-ছাত্রীদের মাঝে বিজিবি’র শিক্ষা উপকরণ বিতরণ

বাঘাইছড়িতে ছাত্র-ছাত্রীদের মাঝে বিজিবি’র শিক্ষা উপকরণ বিতরণ

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়িতে প্রশিক্ষণ টিলা বর্ডার গার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী)’র পক্ষে প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহ বিজিবি’র বিভিন্ন পদমর্যাদার জেসিওগণ উপস্থিত ছিলেন।

বিজিবি’র দেয়া শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে- কলম, খাতা, পেন্সিল, জ্যামিতিবক্স ইত্যাদি।

ইতিপূর্বেও বিজিবি’র জনকল্যাণমূখী কাজের অংশ হিসেবে খাদ্য সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্জক্রম চলমান রয়েছে। বিজিবি’র এই ধরনের জনকল্যাণমূখী কর্মকাণ্ড চলমান থাকবে বলে জানিয়েছেন মারিশ্যা জোন।

আলোকিত রাঙামাটি