রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২১

‘সঙ্গীত চর্চায় নানিয়ারচর উপজেলা অনেক এগিয়ে গিয়েছে’

‘সঙ্গীত চর্চায় নানিয়ারচর উপজেলা অনেক এগিয়ে গিয়েছে’

নানিয়ারচর প্রতিনিধিঃ- নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা বলেন, সঙ্গীত চর্চায় নানিয়ারচর উপজেলা অনেক এগিয়ে গিয়েছে। নানিয়ারচর হতে এখন ক্ষুদে শিল্পীরাও রাঙামাটির বেতারে সঙ্গীত পরিবেশন করছে।

রাঙামাটির নানিয়ারচরে ২০২০ সেশন সংগীত, চারুকলা এবং নিত্য বিষয়ে সাংস্কৃতিক পরীক্ষায় উর্ত্তীণদের সার্টিফিকেট ও অনলাইনে সঙ্গীত ক্রিয়েটিভ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার বিতরণ এবং অভিভাবক সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে নানিয়ারচর সঙ্গীত একাডেমি। 

বৃ্হপতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নানিয়ারচর উপজেলা অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময়  উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর সঙ্গীত একাডেমির সভাপতি কমল কৃষ্ণ চাকমা, গণমাধ্যম কর্মী, স্থানীয় ও রাঙামাটির বেতারের শিল্পী প্রমুখ।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়