রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:২১, ২০ সেপ্টেম্বর ২০২১

নিখোঁজের ১৭ ঘন্টা পর কাপ্তাই হ্রদ থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

নিখোঁজের ১৭ ঘন্টা পর কাপ্তাই হ্রদ থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধিঃ- নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ১৭ ঘন্টা পর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নৌ ডুবুরি দলের সদস্যরা সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই হ্রদের ভাইবোন ছড়া এলাকার অদূরেই সাবেক ইউপি সদস্য অমর চাকমার মরদেহ উদ্ধার করেছেন।

এ সময় কাপ্তাই থানা পুলিশের সদস্যরা নৌ ডুবুরি দলকে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত রোববার বিকেলে কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ইউনিয়নের দূর্গম ১নং ওয়ার্ডের ভাইবোন ছড়া এলাকায় নৌকা থেকে কাপ্তাই হ্রদে পড়ে ওই এলাকার সাবেক ইউপি সদস্য অমর চাকমা (৫৫) নিখোঁজ হয়।

ওয়ার্ডের ইউপি সদস্য বাদল চাকমা জানান, নিখোঁজের পর এলাকাবাসী পানিতে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কোন সন্ধান পায়নি। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে কাপ্তাই নৌ ঘাঁটির নৌ ডুবুরি দল যে এলাকায় ওই ব্যক্তি পানিতে পড়ে যায়, তার কিছুটা দূরেই নিখোঁজ অমর চাকমার মরদেহ খুঁজে পায়। তারপর উদ্ধার করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন জানান, নৌবাহিনীর ডুবুরি দলের সহায়তায় পুলিশ সদস্যরা ওই এলাকায় গিয়ে নিখোঁজ অমর চাকমার মরদেহ উদ্ধার করে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়