রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

জুরাছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২১

জুরাছড়িতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

জুরাছড়িতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- জুরাছড়িতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, নারী নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে মৈদং ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম উপস্থিত ছিলেন।

এ সময় ইউপি সচিব সুমন চাকমার ধারা সঞ্চালনায় স্থানীয় হেডম্যান-কার্বারী ও পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম বলেন- মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ উৎসাহকারী, সন্ত্রাস, নারী নির্যাতনকারীদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। তাদের কঠোরতম ভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি থানায় স্থাপিত ভিকটিম সাপোর্ট সেন্টার সম্পর্কে স্থানীয় জনসাধারণকে অবহিত করার জন্য লিফলেট বিতরণ করেন।

আলোকিত রাঙামাটি