রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৫:১৪, ২৪ সেপ্টেম্বর ২০২১

বাঙ্গালহালিয়াতে সনাতন ঋষি আশ্রমের ছাত্র-ছাত্রীদের পাশে কুঁড়ে ঘর

বাঙ্গালহালিয়াতে সনাতন ঋষি আশ্রমের ছাত্র-ছাত্রীদের পাশে কুঁড়ে ঘর

রাজস্থলী প্রতিনিধিঃ- রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের ছাত্র-ছাত্রীদের মাঝে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করছেন কুঁড়ে ঘর চট্টগ্রাম সনাতন পরিবার।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ঋষি আশ্রমে কুঁড়ে ঘর সনাতন পরিবারের আয়োজনে আশ্রমে থাকা ৩২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ, বিশিষ্ট গীতা পাঠক টিটু দাস, প্রফেসর রুপন ধর, কুঁড়ে ঘরের উদ্যোক্তা জয় দে, কিশোর তালুকদার, সঞ্চয় শীল, বাবলূ দে, বিপুল তালুকদার, রাজবীর আকাশ, জয়া বিশ্বাস, শৌরব দে, গঙ্গা চৌধুরী, রিংকি দে, জয়শ্রী, স্মৃতি দে, মিথিলা দে, রুমন গুপ্ত, অলক চক্রবর্তী, রানা ধর দিপ, রাজ দে রনি, সুজন দাশ গুপ্ত, বিজয় তালুকদার, রাহুল দাস প্রমুখ।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ