রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২১

নানিয়ারচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

নানিয়ারচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

নানিয়ারচর প্রতিনিধিঃ- নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিভিন্ন বিদ্যালয় ও কলেজে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে নানিয়ারচর থানা।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে কলেজের ছাত্রীদের মাঝে, মানব পাচার, নারী শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় ও নারী অধিকার আদায়ের সম্পর্কে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

এ সময় নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর থানা পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, নানিয়ারচর সরকারি কলেজের অদক্ষ্য সন্তোষ বিকাশ চাকমা, অত্র কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ,স্থানীয় গণমাধ্যম কর্মী মেহেরাজ হোসেন সুজন। 

সভায় বক্তারা বলেন, পাহাড়ি-বাঙালী সহ সকল সম্প্রাদায়ের নারীদের জন্য আইন সমান। তাই আইনের সুবিধা ভোগে কখনো পিছিয়ে থাকা যাবে না, নারী সহিংসতা, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং সহ যেকনো বিষয়ে নারীরা যাতে কোনভাবেই হেনস্তা না হয়। সেই সাথে প্রশাসনের সহায়তা গ্রহণে পিছিয়ে না থেকে সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

এ সময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে, মানব পাচার, নারী সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়