রাঙামাটি । বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ৩ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ২১:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২১

ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন বুড়িঘাট ইউনিয়নে ইসলামপুর গ্রামে বিট পুলিশিং সমাবেশ করেছে রাঙামাটি জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।

নানিয়ারচর থানার আয়োজনে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গ্রামের একটি স্কুল কক্ষে এই বিট পুলিশিং সমাবেশে অন্যান্যদের মধ্যে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান, নানিয়ারচর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিট পুলিশিং সমাবেশে বক্তারা বলেন, পুলিশের সেবা থেকে কেউ যাতে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মাদক, জুয়া, বিভিন্ন অপরাধ সমূহের পাশাপাশি বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে বিট পুলিশিং এর কার্যক্রম অব্যাহত থাকবে। জনসাধারণকেও প্রকাশে বা গোপনে প্রশাসনকে তথ্য দিয়ে অপরাধ নির্মূলে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

আলোকিত রাঙামাটি