রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:১৬, ৩০ সেপ্টেম্বর ২০২১

রাবিপ্রবির রিজেন্ট বোর্ডের ১ম সভা অনুষ্ঠিত

রাবিপ্রবির রিজেন্ট বোর্ডের ১ম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি শহরস্থ পর্যটন হলিডে কমপ্লেক্সের সম্মেলন কক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপার্চায ড. প্রদানেন্দু বিকাশ চাকমা এর সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের ১ম সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত রিজেন্ট বোর্ডের সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলার সাংসদ ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, জুম লিংকে সংযুক্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীন (এনডিসি), একই বিভাগে যুগ্মসচিব মূকেশ চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড়. গৌতম বুদ্ধ দাশ সহ অন্যান্য মনোনীত সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে আগত মনোনীত সকল সদস্যদের কে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের উপার্চায ড. প্রদানেন্দু বিকাশ চাকমা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ