রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:১৮, ৩ অক্টোবর ২০২১

বাঘাইছড়িতে হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবি’র ঢেউটিন প্রদান

বাঘাইছড়িতে হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবি’র ঢেউটিন প্রদান

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি সংবাদ দাতাঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হতদরিদ্র পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে উন্নতমানের ঢেউটিন বিতরণ করেছে সাতাশ বিজিবি মারিশ্যা জোন।

রবিবার (৩ অক্টোবর) দুপুরে মারিশ্যা জোন সদরদপ্তরে এসব ঢেউটিন বিতরণ করেন সাতাশ বিজিবি’র জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী)।

টিন পেয়ে মোরঘোনা ছড়া এলাকার তরানী কুমার চাকমা (৬০) বলেন, আমার ঘরটি অনেক আগে ভেঙ্গে পড়ছে, বৃষ্টি হলেই ঘরে পানি পরে, সারারাত ঘুমাতে পারিনা। অনেক মানুষের কাছে সহায্য চেয়েও পাইনি, আমার দুরবস্থা দেখে বিজিবি এগিয়ে এসে আমাকে দু’বান্ডিল টিন দিয়েছে। এতে আমার ঘরটি মেরামত করে একটু শান্তিতে থাকতে পারবো। 

এ সময় জোন কমান্ডার বলেন, বিজিবি’র জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব ঢেউটিন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে। মারিশ্যাবাসীর সুখ দুঃখের সাথী হিসেবে মারিশ্যা জোন সবসময়ই পাশে থাকার অঙ্গীকারবদ্ধ।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়