রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৩৪, ৬ অক্টোবর ২০২১

নানিয়ারচরে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ পালন

নানিয়ারচরে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ পালন

নানিয়ারচর প্রতিনিধিঃ- সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করা ও ২০৩০ সালের মধ্যে দেশে ৮০ শতাংশ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে নানিয়ারচরে পালিত হলো ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’। 

বুধবার (৬ অক্টোবর) ১১টায় দিবসটির উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করে নানিয়ারচর উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর মোঃ সারোয়ার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। এটাকে আরও কার্যকরী করতে যার যার স্থান হতে কাজ করতে হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়