রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:১৩, ৭ অক্টোবর ২০২১

আনসার ভিডিপির গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

আনসার ভিডিপির গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নে ১০ দিন ব্যাপী উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে উপজেলা চত্ত্বর হতে প্রশিক্ষণার্থীদের নিয়ে বিশাল এক র‍্যালী বের হয়ে র‍্যালীটি উপজেলা সদরের বাসস্ট্যান্ড গুরুপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা গণমিলনায়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় উপজেলা আনিসার ভিডিপির কর্মকর্তা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তুনু কুমার দাশ। আরা উপস্থিত ছিলেন, ইউনিয়ন আনসার কমান্ডার মোঃ রফিকুল ইসলাম,দলনেতা আজগর আলী,মহিলা আনসার কমান্ডার শাহিনুর আক্তার, সহকারী আনসার কমান্ডার মোঃ মিজানুর রহমান সহ প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন,শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তার ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান,তিনি আরো বলেন, ১০ দিনের প্রশিক্ষন কে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের অংশিদার হিসেবে বাংলাদেশ আনসার ও ভিডিপির সকল সদস্যরা এক হয়ে দেশের সকল প্রকার ভাল কাজের সহযোগীতা করার জন্য আহবান জানান তিনি।

পরে প্রশিক্ষণার্থী ৬৪ জনের হাতে ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষনের সনদ তুলে দেয়া হয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়