রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৫৯, ১১ অক্টোবর ২০২১

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ১৩ পর্যটক আহত

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ১৩ পর্যটক আহত

বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ডাব আদাম এলাকায় চাঁদের গাড়ি (চট্টগ্রাম- খ ৫৫৩৩) উল্টে ১৩ পর্যটক আহত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

পর্যটকদের মধ্যে ৩ জন গুরুতর আহত বলে জানায় সাজেক থানার পুলিশ।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টায় সাজেক রুইলুই পর্যটন কেন্দ্র থেকে চাঁদের গাড়ি যোগে ১৩ পর্যটক খাগড়াছড়ি যাওয়ার পথে হাউজ পাড়া ডাব আদাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৩ পর্যটক সবাই আহত হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে সাজেক থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা সদর হাসপাতালে পাঠায়। 

স্থানীয়দের দাবী সাজেক সড়কের দুই পাশে ঘন জঙ্গল দুর্ঘটনার প্রধান কারণ।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ

জনপ্রিয়