রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৩০, ১২ অক্টোবর ২০২১

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায়

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায়

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং পঁচা, বাসি খাবার বিক্রির অপরাধে ৪টি দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ৈছে। পাশাপাশি ৭ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে বেলা ২টা ৩০মিনিট পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, ইউএনও’র দপ্তরের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম এবং কাপ্তাই থানা পুলিশ সদস্যরা এ সময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়