রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৩০, ১৩ অক্টোবর ২০২১

নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নানিয়ারচর, প্রতিনিধিঃ- “মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যে নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, আনাসার ভিডিপি কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সেচ্ছাসেবী প্রমুখ।

সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি জানান, পাহাড় ধ্বস রোধে অবৈধভাবে পাহাড় কাটা রোধ করতে সকলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বজ্রপাত প্রতিরোধে তালগাছ লাগিয়ে দুর্যোগ প্রতিরোদের প্রস্তুতি নিতে হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়