রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:১৪, ১৪ অক্টোবর ২০২১

কাপ্তাইয়ের শীলছড়িতে বাংলাদেশ টিম্বার কারখানায় অগ্নিকাণ্ড

কাপ্তাইয়ের শীলছড়িতে বাংলাদেশ টিম্বার কারখানায় অগ্নিকাণ্ড

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়িতে অবস্থিত বাংলাদেশ টিম্বার এন্ড প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গত বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টায়। বিষয়টি নিশ্চিত করেছেন মিলের ম্যানেজার মোঃ মহিউদ্দিন।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী।

তিনি জানান, তারা আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের মধ্যে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। যেহেতু এই মিলে অনেক কাঠ আছে, তাই রাত ১১টার মধ্যে সম্পূর্ণ কারখানার আগুন নেভাতে সক্ষম হই।

কোন উৎস হতে আগুন লেগেছে এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, তদন্ত করার পর জানা যাবে।

 

কাপ্তাইয়ের শীলছড়িতে বাংলাদেশ টিম্বার কারখানায় অগ্নিকাণ্ড


মিলের ম্যানেজার জানান, কারখানাটি দীর্ঘদিন যাবত বন্ধ ছিল। কারখানার এক পাশের ঘরে প্রচুর পরিমাণ কাঠ মজুদ ছিল। ওই কাঠের মজুদে হঠাৎ আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় মিলের ভিতরে রক্ষিত কাঠগুলো পুড়ে গেছে। তিনি আরো জানান, দমকল বাহিনী সময় মতো আসায় এই মিলটি কোটি টাকার ক্ষতি হতে রক্ষা পেয়েছে।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক ভাবে ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন তারা।

আলোকিত রাঙামাটি