রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২০:৩৬, ১৫ অক্টোবর ২০২১

রাজস্থলীতে তৃতীয় ধাপে ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর

রাজস্থলীতে তৃতীয় ধাপে ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর সারাদেশের এক হাজার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪) অক্টোবর রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এ তফসিল ঘোষনা করা হয়।

আগামী ২৮ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ওইদিন রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৩টি ইউনিয়নেই ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া জানান।

রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আরো জানান, রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়ন নির্বাচনে ভোট গ্রহণ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষনা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর রাজস্থলী উপজেলার যেসব ইউনিয়নে ভোট গ্রহণ হবে সেগুলো হচ্ছে, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন, ২নং গাইন্দ্যা ইউনিয়ন, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন।

তিনি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ নভেম্বর, মনোয়ন পত্র যাচাই বাছাই ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।
 

আলোকিত রাঙামাটি