রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:০৫, ১৯ অক্টোবর ২০২১

নানিয়ারচরে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

নানিয়ারচরে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ- দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে রাঙামাটির নানিয়ারচরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রত্নাংকুর বন বিহারে বৌদ্ধ ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) এ উপলক্ষে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দানসহ নানাবিধ দানের মাধ্যেমে বিশেষ প্রাথনা করে বৌদ্ধ ধর্মালম্বীরা। রত্নাংকুর বন বিহারে অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন রত্নাঙ্কুর বন বিহারের বিহার অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির।

অনুষ্ঠানে ধর্মীয় বক্তব্য রাখেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, বিহার সভাপতি কমল কান্তি দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় নানিয়ারচর উপজেলার শত শত বৌদ্ধ নর নারী ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ

জনপ্রিয়