রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

জুরাছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:২৫, ২০ অক্টোবর ২০২১

ক্ষমা, মৈত্রী ও মঙ্গল কামনায় জুরাছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ক্ষমা, মৈত্রী ও মঙ্গল কামনায় জুরাছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ৬৩টি বৌদ্ধ বিহারে বুধবার (২০ অক্টোবর) সকালে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। 

এ উপলক্ষে সুবলং শাখা বন বিহারে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমুর্তি দান, হাজার প্রদীপ দানসহ নানান দান কার্য সম্পাদন করা হয়।

পরে গেল বছরে জেনে ও অজান্তেই বিভিন্ন ভুল, অপরাধ ক্ষমার জন্য বিশেষ প্রার্থনা ও মঙ্গল কামনায় করা হয়।

এ সময় বৌদ্ধ ধর্মীয় গুরুরা এই প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে সকল প্রকার লোভ, হিংসা, মোহ সংঘাতসহ যাবতীয় খারাপ কাজ পরিহার করে সৎ পথে চলতে ও মৈত্রীপূর্ণ মনোভাব নিয়ে একে অপরে সুখে-শান্তিতে বসবাস করার হিতোপদেশ প্রদান করেন।

এ সময় ধর্ম দেশনা প্রদান করেন বুদ্ধশ্রী মহাস্থবির, আর্যনন্দ মহাস্থবির।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় গুরুরা (ভিক্ষু-শ্রমণ) তিন মাস বর্ষাবাস পালন শেষে এ প্রবারণা পূর্ণিমা উদযাপন করে থাকে। এর পর থেকে দীর্ঘ এক মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হয় প্রধান ধর্মীয় উৎসব শুভ কঠিন চীবর দান।

এদিকে, গতকাল কাল প্রবারণা পূর্ণিমা উদযাপনে জিআর কর্মসূচি আওতায় ৫শ’ কেজি হারে চাল ৬৩টি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নিকট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ। 

আলোকিত রাঙামাটি