রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

জুরাছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:০৮, ২১ অক্টোবর ২০২১

জুরাছড়িতে সম্প্রীতি বিষয়ক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জুরাছড়িতে সম্প্রীতি বিষয়ক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সম্প্রীতি বিষয়ক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) জুরাছড়ি উপজেলার যক্ষা বাজার ও উপজেলা সদর বাজারে পৃথক পৃথক ভাবে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজমের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি তপন কান্তি দে, যক্ষা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মদন মোহন নাথ উপস্থিত ছিলেন। এসব সমাবেশ থেকে সম্প্রীতির ডাক দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাঙালির ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির। এই সম্প্রীতি দেশে বিনষ্টের চেষ্টা চলছে। একটি চক্র জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশটিকে আফগানিস্তান ও পাকিস্তান বানাতে চায়। আর এ কারণেই পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে।

বক্তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে কোথাও অন্য ধর্মের মানুষকে আক্রমণ করার কথা উল্লেখ নেই। তারপরেও একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিল করার অপতৎপরতা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে দেশের সচেতন মানুষ মাঠে নেমেছেন। প্রতিবাদ জানাচ্ছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

এ সময় থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম বলেন, যে কোন ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টের ইঙ্গিত পাওয়া গেলে আইন-শৃংখলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়