রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:৫৯, ১১ নভেম্বর ২০২১

শান্তিপূর্ণভাবে কাপ্তাইয়ের ৩ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন

শান্তিপূর্ণভাবে কাপ্তাইয়ের ৩ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন
রাইখালী রিফিউজি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বড়ইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি। ছবি:- আলোকিত রাঙ্গামাটি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের ৩ ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। এতে অধিকাংশ কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে ভোট গ্রহণ শুরু হয়। তবে কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ তোলেন এক চেয়ারম্যান প্রার্থী। এছাড়া ৩ ইউনিয়নে বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 

ইউনিয়ন গুলোর বিভিন্ন কেন্দ্র সরেজমিন ঘুরে দেখা গেছে, দুরদুরান্ত থেকে ভোটাররা এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই ৩ ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ছিল পুলিশ, আনসার বাহিনীর তৎপরতা। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি'র সার্বক্ষনিক টহল অব্যাহত ছিল।


এদিকে, উপজেলার ৩টি ইউনিয়নের কিছু ভোট কেন্দ্র পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই সহকারি কমিশনার (ভূমি) মইনুল হোসেন চৌধুরী, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।

অপরদিকে, কাপ্তাই ইউনিয়নের ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে দুই ইউপি সদস্য প্রার্থীর সর্মথকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়া নির্বাচনে ভোট গ্রহণের শেষ বেলায় রাইখালি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ প্রার্থী থোয়াই সা প্রু চৌধুরী নির্বাচনের আগের রাতে কয়েকটি ওয়ার্ডে ভোট গ্রহণের অভিযোগ এনে ওয়ার্ড গুলোতে নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছেন।

তিনি জানান, এখানে একটি অজ্ঞাত বাহিনী কাজ করছে, ভালুকিয়ার কালামাইস্যা ভোট কেন্দ্রে পরিদর্শনে গিয়ে শুনেছি, সেখানে আগের রাতেই নাকি ভোট হয়ে গিয়েছে, পরবর্তীতে ভ্যালুকিয়া কেন্দ্রে গিয়ে দেখি সেখানে ভোটার উপস্থিতি নেই। সেখানে আমার এজেন্টদের ভয়ভীতি দেখানোয় তারা পালিয়ে গিয়েছে। তিনি রির্টানিং অফিসারের কাছে লিখিত অভিযোগে রাইখালি ইউনিয়নের ১,৪,৭,৮ ও ৯নং ওয়ার্ডে ভোট গ্রহণ অবৈধ ঘোষণা করে সেসব ওয়ার্ডে পূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন।

এই বিষয়ে জানতে চাওয়া হলে রাইখালী ইউনিয়নের নির্বাচনের দায়িত্ব পালনকারী রিটানিং অফিসার ফজলে রাব্বি মজুমদার জানান, অভিযোগ পেয়েছিওখানকার আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে সিন্ধান্ত নেওয়া হবে।

 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়