রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৫৪, ১৫ নভেম্বর ২০২১

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে ভুট্টা বীজ ও সার বিতরণ

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে ভুট্টা বীজ ও সার বিতরণ

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে ভুট্টা বীজ ও সার বিতরণ


ওমর ফারুক সুমন, বাঘাইছড়িঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৩ হাজার ৬ শত কেজি ডিএপি ও এমওপি সার এবং ২৪০ কেজি ভুট্টা বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর।

সোমবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের সামনে এসব সার ও বীজ বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার।

এ সময় প্রতিজন কৃষকের মাঝে ৩০ কেজি সার ও ২ কেজি ভুট্টা বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার জানান, কৃষি প্রণোদনার অংশ হিসেবে এসব সার ও বীজ বিতরণ করা হয়েছে। পাহাড়ে তামাক চাষ নিয়ন্ত্রণে এই প্রণোদনা সহায়ক ভূমিকা রাখবে। এ বছর ২৫০ বিঘা জমিতে ভুট্টা চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। ভুট্টা চাষ পরিবেশের জন্য যেমন উপকারী তেমনি লাভজনকও বটে। আগামীতে আরো বড় পরিসরে ভুট্টা চাষের প্রকল্প হাতে নেয়া হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়