রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৫৯, ২৩ নভেম্বর ২০২১

প্রথমবারের মতো নানিয়ারচরে অনুষ্ঠিত হচ্ছে ঘুড়ি উৎসব

প্রথমবারের মতো নানিয়ারচরে অনুষ্ঠিত হচ্ছে ঘুড়ি উৎসব

মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো নানিয়ারচর উপজেলায় ঘুড়ি উৎসব আয়োজনের উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় ঘুড়ি উৎসব সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় জানানো হয়, আয়োজিত ঘুড়ি উৎসবে সকল শ্রেণী-পেশার এবং সকল বয়সী উন্মুক্ত অংশগ্রহণ করতে পারবে। পহেলা ডিসেম্বর বিকেল ২টায় এই ঘুড়ি উৎসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঘুড়ি উৎসব আয়োজক কমিটির আহব্বায়ক নুরজামাল হাওলাদার, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর ও ঘুড়ি উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব সারোয়ার কামালসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়