রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৪৬, ২৪ নভেম্বর ২০২১

কাপ্তাই তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাই তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাইয়ে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মুনতাসির জাহান।


কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে বিশেষ ধরনের প্রচার কার্যক্রমের আওতায় কাপ্তাইয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) ওয়াগ্গা ইউনিয়নের তম্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করেন কাপ্তাই তথ্য অফিস।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিচ এতে সভাপতিত্ব করেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিনহাজ, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের ম্যানেজার বিজয় মারমা, তম্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাইনু মারমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুন। সমাবেশে স্থানীয় শতাধিক মহিলা অংশ নেয়।

সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান বলেন, সব ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকার গ্রাম পর্যায়ে কমিউনিটি সেন্টার স্থাপনের মাধ্যমে স্বাস্থ্য সেবাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।

আলোকিত রাঙামাটি