রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২২:০৩, ২৪ নভেম্বর ২০২১

জেটিঘাট থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

জেটিঘাট থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

।।মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই।। কাপ্তাই উপজেলাধীন জেটিঘাট পিডিবি কলোনী থেকে উদ্ধার করা ৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপের বাচ্চা বুধবার (২৪ নভেম্বর) বিকেলে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপস্থিত থেকে অজগর সাপের বাচ্চাটি অবমুক্ত করেন। এ সময় সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা, কাপ্তাই  সদর রেঞ্জ কর্মকর্তা মাহাবুব আলম, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান, কাপ্তাই বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে বনবিভাগের উদ্ধারকৃত বেশ কয়েকটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত করছেন ডিএফও রফিকুজ্জামান শাহ ও ইউএনও মুনতাসির জাহান।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়