রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:২৭, ২৫ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে কাপ্তাইয়ে মানববন্ধন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে কাপ্তাইয়ে মানববন্ধন

কাপ্তাইয়ে মানববন্ধনের একাংশ দেখা যাচ্ছে।


কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা সদরস্থ কাপ্তাই সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রাম এই মানববন্ধনের আয়োজন করে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন।

কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া। 

মানববন্ধনে ইউএনও মুনতাসির জাহান বলেন, নারীকে যুগে যুগে অবলা হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের যে পথ দেখিয়েছেন, সেই পথ ধরে নারীরা আজ এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, সমাজে নারী পুরুষের বৈষম্য দূর করে সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে, কারন রাষ্ট্র সমান ভাবে সকলের অধিকার দিয়েছে। নারীদের ছাড়া কখনো উন্নয়ন সম্ভব না।

মানববন্ধনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, কমিউনিটি হেলথ প্রোগ্রামের স্বাস্থ্য কর্মী এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি